Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকার ধামরাই উপজেলায় পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আমিনা নামে গৃহবধূর নানিশাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেছেন। নিহত কুলসুম আক্তার (৩০) পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ বছরের এক ছেলেসন্তানের মা ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গ্রেপ্তার আমিনা খাতুন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেনÑ ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও নিহতের শাশুড়ি সুর্য বানু (৪৫), ননদ ইয়াছমিন (১৯), শ্বশুর আয়নাল পাগলা (৫৫) ও নানিশাশুড়ি আমিনা খাতুন (৫৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তখন থেকেই তার সঙ্গে স্বামীর পরিবারের সদস্যরা ঝগড়াবিবাদ করত। এরই জেরে গতকাল সকালের দিকে শাশুড়ির রান্নাঘরে গৃহবধূর পালিত মুরগি যাওয়াকে কেন্দ্র করে তর্ক বাধে। এর জেরে ঝগড়াঝাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে ও মারপিট করে হত্যা করে। তার কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম, মুখ, পিঠসহ সারা গায়ে জখমের চিহ্ন দেখা যায়।

পুলিশ জানায়, সকালের দিকে পারিবারিক কলহের জেরে মারামারি সংক্রান্ত বিবাদে হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নানিশাশুড়ি ১০-১২ দিন আগে বেড়াতে মেয়ের বাড়ি আসেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সুত্র দেশ রূপান্তর

 

Exit mobile version