স্পোর্টস ডেস্ক:: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদফতরের আয়োজনে শুরু হয়েছে দেশের আটটি বিভাগীয় অনূর্ধ্ব–১৬ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে মোহাম্মদপুরে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম। উদ্বোধনীয় ম্যাচে খুলনা বিভাগকে ৪-১ গোলে হারায় সিলেট বিভাগ। সিলেট বিভাগের আল আমিন দুটি এবং মেহেদী ও ইলিয়াস একটি করে গোল করেন। খুলনা বিভাগের পক্ষে একমাত্র গোল আবাবিলের। ম্যাচেসেরা হয়েছেন সিলেট বিভাগের মেহেদী হাসান। টুর্নামেন্ট শেষে আট বিভাগীয় দল থেকে ৪০ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।