সুনামগঞ্জ সংবাদদাতা::বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন লাভ করেছে। পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী কেবি রশীদ (যোদ্ধাহত) কে সভাপতি, সদর উপজেলার সাবেক কমান্ডার রেনু মিয়া সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা জমির আলী, মুক্তিযোদ্ধা মোঃ অজেদ আলী খন্দকার, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল করিম, মুক্তিযোদ্ধা সামছুল আলম সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা আফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজর আলী যুগ্ম সম্পাদক, মুক্তিযোদ্ধা মোঃ রৌজ আলী সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস ও মুক্তিযোদ্ধা সুনু মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সোহরাব আলী তথ্য সম্পাদক, মুক্তিযোদ্ধা ধনু মিয়া প্রচার সম্পাদক, মুক্তিযোদ্ধা মোঃ আবু সিদ্দিক সহ-প্রচার সম্পাদক, মুক্তিযোদ্ধা সঞ্জব আলী দপ্তর সম্পাদক, মুক্তিযোদ্ধা মোঃ সলিম উল্লাহ সহ-দপ্তর সম্পাদক, মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আহমদ সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা (সুবেদার অব:) কালা মিয়া আইন বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) সায়দুর রহমান প্রজন্ম বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা মোঃ আবু সিদ্দিক, মুক্তিযোদ্ধা মোঃ ওয়ারিছ আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আজমান আলী, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা অবনী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল হক ও মুক্তিযোদ্ধা জয়নাল মিয়াকে কার্যকরী সদস্য মনোনিত করা হয়। কমিটির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে প্রদান করা হয়। গত ৬ মার্চ ০১৭৭/১৬ নং স্মারকে প্রেরিত কমিটি বৃহস্পতিবার বিকেলে নব নির্বাচিত সভাপতি হাজী কে.বি রশীদের কাছে পৌছে।