সুনামগঞ্জ সংবাদদাতা : আগামী ১০ জানুয়ারী বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ২৯ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও কমিশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদারের ৫৮ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে কমিশনের সুনামগঞ্জ জেলা,সদর উপজেলা ও পৌরসভা শাখা কমিটি দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জেলা সদরেও কর্মসুচি গ্রহন করতে যাচ্ছে। কর্মসুচির মধ্যে রয়েছে কেক কাটা,আলোচনা সভা ও কমিশনের সদস্যদের মধ্যে আইডি কার্ড প্রদান। ১০ জানুয়ারী রবিবার বাদ মাগরিব সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যথাসময়ে এই কর্মসুচি অনুষ্ঠিত হবে। সম্প্রতি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা কমিটির সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌসি সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শিক্ষিকা ফৌজিআরা বেগম শাম্মী। জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ পৌরসভার নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। এসময় সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী সামু,জেলা শাখার কো-অপ্টকৃত সহ-সভাপতি আব্দুল মতিন,সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক,এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুমোদিত পৌর কমিটিতে মোঃ জাকারিয়া জামান সভাপতি,মোঃ আমিনুল ইসলাম,রোয়েব চৌধুরী,নবেন্দু তালুকদার,মো: আব্দুল মান্নান,মোঃ আবুল কাশেম আকন্দ,মোঃ আকিফুজ্জামান রিপন, ফাতেমা আক্তার বিউটি-সহসভাপতি, মোঃ শাকিল আহমদ সাধারন সম্পাদক, ইজাজুল হক চৌধুরী,মোঃ এমদাদুল হক, লেচু মিয়া, জয়নাল আবেদীন, মোঃ মনিরুল ইসলাম মারুফ যুগ্ম সম্পাদক, মহসিন উদ্দিন চৌধুরী অর্থ সম্পাদক, হাসান মোঃ মোহাইমিন মুসা, জমিরুল হক মিটু সহ অর্থ সম্পাদক, সানজিদা নাসরিন দিনা, মমিনুল বখত সানি, রুমী বেগম সাংগঠনিক সম্পাদক, মোঃ তাজুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ নাজুমল হুদা আইন বিষয়ক সম্পাদক, শান্ত তালুকদার সহ আইন বিষয়ক সম্পাদক, জাহানারা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, মোছাঃ ফাহিমা আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদক, মাহবুবুর রহমান রাজু সমাজকল্যাণ সম্পাদক, শামীম আহমেদ রনি সমাজকল্যাণ সম্পাদক, সিহাব আহমদ, আমেনা বেগম, রিপন দেব দপ্তর সম্পাদক, মোঃ গোলাম কিবরিয়া আন্তর্জাতিক সম্পাদক, মোঃ মনসুর-উল হক, বিউটি আক্তার সাংস্কৃতিক সম্পাদক, শ্রী বিধান চন্দ্র দাশ, প্রভাকর সরকার রিংকু ,মোঃ নজির আহমদ, আফছার উদ্দিন, মোঃ তাহির উদ্দিন, আবুল লেইছ, মুক্তিযোদ্ধা মোঃ মাইন উদ্দিন ও মোঃ সিরাজ আলী নির্বাহী সদস্য নির্বাচিত হন। এছাড়াও প্রস্তুতি সভায় সিরাজুল ইসলাম পলাশকে আহবায়ক,মোহাইমিনুল ইসলাম মজনু, মাওলানা জিয়াউর রহমান ও আবুবক্কর সিদ্দিক পলকে সদস্য করে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এদিকে কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচিতে সংগঠনের জেলা,উপজেলা ও পৌরসভা শাখার সকল সদস্যবৃন্দকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী।
Leave a Reply