জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশের যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন-আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে তার বাইরে গিয়ে নয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ রাজধানীসহ সারা দেশে গণঅনশনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে শুক্রবার দুপুরে আন্তর্জাতিক ডিজেবল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মগবাজার টিঅ্যান্ডটি কলোনি ইউনিট যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিঅ্যান্ডটি কলোনি ইউনিট যুবলীগের সভাপতি কাজি রিফাউল ইসলাম তরুণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসিমুল হক কুসুম, হাজি মোখলেসুর রহমান, রফিকুল ইসলাম, সহিদুর রহমান খান সাগর, আমির হোসেন, নুরে খালেদ উসমানী লিন্টু, হাজি আলমগীর কবির, সামসুদ্দিন সামছু, লুতফর রহমান, আলী রেজা মুকুল প্রমুখ।