আমিনুল হক ওয়েছ , যুক্তরাজ্য থেকে :বরণ্য শিক্ষাবিদ সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ, সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি ) পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর ব্যানারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন—- মাষ্টার সৈয়দ ফররুক আহমেদ ।
সৈয়দ সজিব আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে যৌথভাবে
সভা পরিচালনা করেন- সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক প্রভাষক সৈয়দ জিয়া শহীদ ও অধ্যাপক মো সাজিদুর রহমান। .
সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেন— লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, গবেষক ফরিদ আহমেদ রেজা, আহমেদ ময়েজ, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কবি মাশূক ইবনে আনিস,
অধ্যাপক সৈয়দ মোয়াজ্জম হোসেন রওনক, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, অধ্যাপক শেখ সোজা উল্লাহ তালহা, সলিসিটর সৈয়দ শাহিন, সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, সৈয়দ জামিল, সৈয়দ সুমন, মো রয়েছ মিয়া, সৈয়দ মামুন, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, সৈয়দ নাসের সহ আরো অনেকে।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন—-মাওলানা সৈয়দ আসরাফ আলী ।