ভেবে দেখো অাজ
অধ্যক্ষ মো.অাব্দুল মতিন
রাতভর শিলা-বৃষ্টি
বুক ভরে পড়ে,
তবু অক্ষত থেকে
দাঁড়ায় এক লোক;
সূর্যোদয়ের অপেক্ষায়
রাতভর থেকে থেকে
রাঙ্গা প্রভাতে বলে
নেইকোন শোক!
দেশের,দশের জন্য
করে যায় কাজ,
এতে সকল জ্বালা
সবাই হয় সবাক!
অনিষ্ট করে সে
ভালবাসো যারে
দেখোনা চোখেতে
হওনা অবাক।
লোকটি চায়না ফিরে
পায়না কোন লাজ,
দেশটি গড়তে যে
হাতে মেলা কাজ;
এইলোক চায়না কিছু
চায় দেশের লাভ
কেন জ্বলে মরো?
ভেবে দেখো অাজ।
( উৎসর্গ: দেশ বিনির্মাণে যারা কাজ করছেন)।
♦লেখক: মো.অাব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
শাহজালাল মহাবিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।