যোগলনগর গ্রামে
|| মো. অাব্দুল মতিন ||
মাথার উপর অাকাশ
ডাউকা নদীর জলে
বিকেলে ঘরফেরা মানুষের
গায়ের গন্ধ জমে উঠে
গোদারার পাটাতনে।
অস্থিত্বের সংগ্রামের সূর্যাস্তে
সন্ধ্যা নামে এখানে
লন্ডনী প্রাসাদ ছাড়া
কাঁচা মাটির ঘরে
শীতের যুদ্ধের গানে।
দখিনে প্রাচীন অশ্বত্থ গাছ
অার শীতলীরগাছের তলে
শতাধিক বছরের পুজো
উত্তরসূরীরা চালিয়ে যাচ্ছে
অাজো অাপন মনে।
যোগলদাসের বসতি এখন
যোগলনগর গ্রাম
মসজিদ হয়েছে, স্কুল হয়েছে
ডাউকারবুকে সেতু হচ্ছে
উন্নত হচ্ছে জীবনমানে।
তারপরেরও গৃহের ভিতরে
অভাবে,প্রকৃতির জবরদস্তিতে
কাঁচা ঘরে বেড়ার ফাঁকে
নিরন্নরাঁধুনীর অায়োজনে
শান্ত্বনাবাণী নিরব বানে।
অার কতো বল সংসারে?
কত জ্বালা এই গলার হারে?
কত খাটুনির স্বামী সন্তানে?
পারো যদি কেউ এসো জেনে
ক্ষুদ্র সম্বলের অপ্যায়নে।
বংশীকুলির খালের উপরে
পাকারাস্তায় গাড়ী চলে
কেউকী জানে শতজোয়ানে
খাল করেছিল একরাতে
কোন ঘটনার ছলে?
তারিখ: ২৯.১০.২০১৭ খ্রিঃ
Leave a Reply