1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অতিরিক্ত মদপান করে একজনের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

অতিরিক্ত মদপান করে একজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে সুবাস সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।
সুবাসের মেয়ের স্বামী পিন্টু ঢাকা বলেন, বয়স পঞ্চাশ পার হয়েছে। এ বয়সে অতিরিক্ত মদপানের পর অসুস্থবোধ করেন তিনি। গত বুধবার (০৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে মদপান করেন সুবাস। অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই রাতেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে তার মৃত্যু হয়। সুবাসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিরিক্ত মদপানের পর ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সুত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com