স্টাফ রিপোর্টার::
ঢাকার চকবাজারে অগ্নিকা-ের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সারাদেশের ন্যায় শুক্রবার জুম্মার নামাজে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারী নিদের্শনায় আমরা আগুণে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ম মন্ত্রনায়নের নির্দেশনায় জগন্নাথপুরের সকল ধমীয় প্রতিষ্ঠানে নিহতদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জগন্নাথপুরের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত
