জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফল ডেমোক্রেসি (এনডিএল) সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৪টা ২৫ মিনিটে তার সরকারি বাসভবন গণভবন থেকে সু চি’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।প্রধানমন্ত্রী তার নিজের এবং সরকার, দল, বাংলাদেশের জনগণ, পরিবার ও ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে সু চি’কে অভিনন্দন জানান।সু চি’র সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, এ বিজয় আপনার দীর্ঘ সময়ের আত্মত্যাগ ও কষ্টের স্বীকৃতি।প্রতিক্রিয়ায় সু চি বলেন, তিনি এখনো তার দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।এ সময় শেখ হাসিনা বলেন, তিনিও বাংলাদেশে গণতন্ত্র টেকসই করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
মিয়ানমারের নেতাকে তিনি আরও বলেন, তার সরকার সু চি’কে সবধরনের সমর্থন দিয়ে যাবে।
সু চি তাকে সমর্থন জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।