জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::দীর্ঘদিন ধরে নিজের শরীরে এইচআইভি ভাইরাস বয়ে বেড়াচ্ছিলেন ভ্যালেনটিনো তাল্লুটো নামের পেশায় এক অ্যাকাউন্ট্যান্ট। ৩৩ বছর বয়সে এইচআইভি সংক্রমণের হয়েছে বিষয়টি জানার পরও তিনি কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেন নি।
এভাবেই অন্তত ৫৩ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন ভ্যালেনটিনো তাল্লুটো। এতে তার মাধ্যমে এইচআইভি সংক্রমণ হয়েছে ৩০ নারীর।
আর তাই ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর দেহে এইচআইভি সংক্রণের দায়ে ইতালির ওই অ্যাকাউন্ট্যান্টকে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের আদালত। শুক্রবার (২৭ অক্টাবর) এ রায় দিয়েছেন আদালত।
জানা যায়, তাল্লুটো মাত্র চার বছর বয়সে মাকে হারিয়েছেন। এইচআইভি পজিটিভ মায়ের মাধ্যমেই এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে সেটা তিনি আগে জানতেন না। ২০০৬ সালে জানতে পারেন যে তিনি এইচআইভি পজিটিভ। এরপর তিনি বিভিন্ন ছদ্মনামে ইচ্ছাকৃতভাবে অন্তত ৫৩ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।
Leave a Reply