Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি কিশোরীকে পরিবারের কাছে পৌঁছে দিল জগন্নাথপুর পুলিশ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি মাহমুদা বেগম (১৫) নামের এক কিশোরীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ বুধবার (২৮ আগষ্ট) বিকেলে জগন্নাথপুর থানায় ওই কিশোরী তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়।
ওই বাক-প্রতিবন্ধি কিশোরী বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের আবুল সালামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে সিলেট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ওই বাক-প্রতিবন্ধি কিশোরী জগন্নাথপুরে চলে আসে। তখন গাড়ি ভাড়ার টাকা চাওয়ায় ওই অটোরিকশা চালক কিশোরী মেয়েটি বাক-প্রতিবন্ধি বুঝতে পেরে তাকে জগন্নাথপুর সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুভাশীষ ধর বলেন, মেয়েরটির পরিচয় পেতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়। এতে মেয়েটির এলাকার এক বাসিন্দা সৌদিআরব থেকে ফেসবুকে ছবি দেখে তাঁকে ছিনতে পারেন। পরে গতকাল বুধবার ওই কিশোরীর বাবার থানায় আসলে আমরা তাঁর কাছে মেয়েটিকে হস্তান্তর করি।

বাক-প্রতিবন্ধি ওই কিশোরীর বাবা আবুল সালাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে আমার পরিবার নিয়ে সিলেটে বসবাস করছি। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে আমার মেয়ে জগন্নাথপুরে চলে আসে। পুলিশের সহযোগিতায় মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।##

Exit mobile version