Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে অন্তসত্বা গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাটে চাঞ্চল্যকর গৃহবধু আয়েশা আক্তার হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

নিহত গৃহবধু আয়েশা আক্তার উপজেলার সাদেকপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় নিহত আয়েশা আক্তারের স্বামী দন্ডপ্রাপ্ত রাসেল মিয়াসহ ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও পলাতক রয়েছে কাউছার মিয়া নামে অপর আরেক আসামী।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হল, নিহত আয়েশা আক্তারের স্বামী রাসেল মিয়া (২৫), রাসেল মিয়ার মা তাহেরা খাতুন (৬০), তার দুই বোন হুসনা আক্তার (২৮), রুজি বেগম (৩৫) ও ভাই কাউছার মিয়া (৩৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ১ লাখ টাকা যৌতুকের জন্য অন্তসত্বা গৃহবধু আয়েশা আক্তারকে বেধড়ক মারপিট করে তার স্বামী রাসেল মিয়াসহ পরিবারের সদস্যরা। মারপিটের এক পর্যায়ে মারা যায় সে। পরদিন ১৬ সেপ্টেম্বর রাসেল মিয়াকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন নিহতের পিতা আব্দুল সাত্তার। মামলায় ১৮ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আবুল মনছুর মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রায়ের দ্রæত বাস্তবায়ন চান। অপরদিকে আসামী পক্ষের আইনজীবি এডভোকেট এম এ মজিদ বলেন, রায়ে আমরা অসন্তুষ্ট। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

Exit mobile version