Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের উদ্যোগে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:; স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষামুলক সংগঠন স্টুডেন্ট কেয়ার এর উদ্যোগে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সারাদেশে বির্তক প্রতিযোগীতায় রানার্সআপের গৌরব অর্জন করায় ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বির্তকপ্রতিযোগীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে পৌর পয়েন্টের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাছুম আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিন,গনেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ,সহ-সভাপতি জামাল আহমদ,সাংগঠনিক সম্পাদক আলী হোসেন,প্রচার সম্পাদক কামরুল ইসলাম,অর্থ সম্পাদক আমিনুর রহমান,সিনিয়র সদস্য খালেদ আহমেদ জিবলু,সাইফুর রহমান, ও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেশসেরা বক্তা শরিফা জাহান প্রমুখ

সভায় স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার ও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বির্তক প্রতিযোগীতায় রানার্সআপ দলকে সন্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। কুইজ প্রতিযোগীতায় আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাওন আহমদ প্রথম স্থান ও রুয়েল মিয়া দ্বিতীয় স্থান অর্জন করেন। তৃতীয় স্থান অর্জণ করেন ইকড়ছই মাদ্রাসার শিক্ষার্থী শাহানাজ বেগম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনা ও মুল্যবোধকে সমুন্নত রেখে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতিমনোনিবেশ করার জোর দাবি জানিয়ে বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। আর তাঁর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করছেন। তাই তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

Exit mobile version