1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে নিজ বাসায় মা-ছেলে খুন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নিজ বাসায় মা-ছেলে খুন

  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ পৌর শহরে হাছননগরে (এসপির বাংলোর সামনের বাসা) নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। এরা হলেন ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ওসি নাজমুল হক। একইসঙ্গে পুলিশও কাজ করছে।

 

প্রতিবেশী ও স্বজনরা জানান, চার  বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে যুক্তরাজ্য প্রবাসী ছেলের কাছে বিয়ে দেবার পর সে ওখানেই থাকছে। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়–য়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাশক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। ফয়সলকে ফোনেও পাওয়া যাচ্ছে না জানিয়েছেন স্বজনরা। নার্গিস বেগমকে অসুস্থ্য অর্থাৎ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

ফরিদা বেগমের বোন একই মহল্লার বাসিন্দা ছুফিয়া আক্তার বললেন, রাত দশটার পরেও বোন ফরিদা বেগমের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। তিনি ফোনের চার্জারের প্রয়োজন জানিয়ে ফোন দিয়েছিলেন। ওইসময় বাসায় মিনহাজুলও ছিল। সকালে আত্মীয়-স্বজনরা এরা অসুস্থ্য খবর জানান। তিনি দেখতে এসে এই অবস্থা দেখেন। নার্গিস বেগমের ছেলে দুজনকেই পাওয়া যাচ্ছে না। অন্য কেউ তার সঙ্গে হাসপাতালে আসে নি। এজন্য তিনি এসেছেন। নার্গিস বেগম এখন কিছুই বলতে পারছেন না।

 

সদর থানার ওসি নাজমুল হক জানান, সকালে খবর পেয়েই তারাও বাসায় এসেছেন। বাসায় ফয়সল ও ফাহমিদ নামের নিহতদের দুইজন আত্মীয় ছিল। ওদেরকে পাওয়া যাচ্ছে না। ফয়সল মাদকাশক্ত ছিল। তারা নিভিরভাবে ঘটনা তদন্ত করছি। পিবিআই’এর একটি দলও আসছে। তারাও তদন্ত করবেন।

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com