Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ/ গাড়িতে ইট নিক্ষেপ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিনে সুনামগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পশ্চিম হাজীপাড়া এলাকায় সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর নেতৃত্বে সড়কে টায়ার জ্বালান তারা। এ সময় সড়কে চলাচলরত কয়েকটি গাড়িতে তারা ইটপাটকেল ছাড়েন। নেতাকর্মীরা সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা সড়কে এসে টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ‘অবৈধ তপশিল মানি না, অবরোধ চলছে-চলবে, সুনামগঞ্জের মাটি মিলন ভাই-নুরুল ভাইয়ের ঘাটি’সহ নানা ধরনের স্লোগান দিয়ে মিছিল বের করেন। স্লোগান দিতে দিতে তারা একটি ট্রাক ও বাসে ইটপাটকেল ছোড়েন। পরে বিজিবির টহল দল এলে তারা সড়ক ছেড়ে চলে যান।

 

Exit mobile version