Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে জামাইর হাতে শ্বশুর খুন

জগন্নাথপুর২৪ ডেস্ক;:
সুনামগঞ্জে জামাই—শ্বশুর দ্বন্দ্বে জামাইর হাতে প্রাণ গেল শ্বশুরের। নিহত শশুর বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দিঘলবাক গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে মোতালেব (৫৫)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিঘলবাক গ্রামের নিহত মোতালেবের বাড়িতে এই ঘটনা ঘটে। মোতালেবের মেয়ের জামাই একই উপজেলার মথুরকান্দি গ্রামের রইছ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার রাতে আব্দুস সাত্তার তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। এক পর্যায়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে তর্কাতর্কি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে রাত ৩ টার দিকে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে শ্বশুর মোতালেব মারা যান।
বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল আলম বলেন, স্ত্রীকে বাড়িতে আনতে গিয়ে জামাই শ্বশুরের মধ্যে দ্বন্দ্বে মারামারি শুরু হয়। এই মারামারিতে শ্বশুর নিহত হন।

Exit mobile version