1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জামালগঞ্জ উপজেলার একটি বসত বাড়িতে আগুনের ঘটনায় ৩টি টিনশেড ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জগবন্ধু পালের খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ্র আগেই আগুন ছড়িয়ে ৩টি বসতঘর ভস্মীভূত হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জগবন্ধু পাল জানান, আমার বসত ঘরের পাশে থাকা খড়ের ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আমি চিৎকার করে আশপাশের লোকজনকে জানাই। পরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৩টি ঘর পুড়ে যায়। এতে আমার ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯১ হাজার টাকা, ২০ মণ ধান ও স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বেহেলী ইউনিয়ন পরিষদ সচিব সুজন তালুকদার জানান, আগুন লাগার খবর পেয়ে রাতেই আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে বললে আমি হোয়াটসঅ্যাপে ছবিসহ সকল তথ্য দেই।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। পরিষদের সভা শেষে ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনো খাবারসহ সরকারি সকল সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com