Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের তিন উপজেলায় জামানত হারালেন ১০ প্রার্থী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলার সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় জামানত হারিয়েছেন ১০ প্রার্থী। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩ জন, শান্তিগঞ্জ উপজেলায় ৩ জন এবং মধ্যনগর উপজেলায় ৪ জন। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় প্রার্থীরা জামানত হারিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জনের মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন। এরা হলেন- মো. আজিজুল হক উড়োজাহাজ প্রতীকে ৪২৭৮ ভোট, মো. বাবলু মিয়া  টিউবওয়েল প্রতীকে ৫০৩৮ ভোট ও শামীনুর রশীদ চৌধুরী টিয়াপাখি প্রতীকে ৩৪৪৩ ভোট পেয়েছেন। জামানত রক্ষার জন্য তাদের ৫,১৬৮ ভোট পেতে হতো।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১ জন। মো. বোরহান উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০৯৮ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ৪,২৮৯ ভোট পেতে হতো।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১ জন। মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৩৯৩৯ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ৪,২২০ ভোট পেতে হতো।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১ জন। জেসমিন আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ৩,৭০৯ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ৪,২১২ ভোট পেতে হতো।
মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ জনের মধ্যে জানানত হারিয়েছেন ৪ জন। আব্দুল আউয়াল শালিক প্রতীকে পেয়েছেন ৭৯৩ ভোট, বরুন কান্তি দাশ গুপ্ত চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৬৩৮ ভোট, মো. নুরুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৮০৯ ভোট, সজল কান্তি সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৮৯ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ২৫৬১ ভোট পেতে হতো।

Exit mobile version