1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে হামলায় প্রবাসী নিহত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

সিলেটে হামলায় প্রবাসী নিহত

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের জৈন্তাপুরে প্রতিপক্ষের হামলায় সৌদিআরব প্রবাসী হাফেজ আব্দুস শাকুর (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফতেহপুর  ইউনিয়নের দলইপাড়া এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে।

 

শুক্রবার সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় ওই ব্যক্তি নিহত হন বলে জানান জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, নিহত আবদুস শাকুরের সঙ্গে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী বদরুল ইসলাম ও নজরুল ইসলামের। তাদের উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। গতকাল শুক্রবার সকালে নিহত শাকুর বিরোধপূর্ণ জায়গায় আনারসের চারা লাগাতে গেলে নজরুল ও বদরুল বাঁধা দেন। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ালে প্রতিপক্ষের লাঠির আঘাতে শাকুর নিহত হন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com