1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে স্বামী হত্যায় স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

সিলেটে স্বামী হত্যায় স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক

সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটক খুনের ঘটনায় স্ত্রী, পরকিয়া প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী ছেত্রা গুরই গ্রামের বাসিন্দা খুশনাহার (২২), ঢাকার মো. মাহমুদুল হাসান মাহিন (২২) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ বেলদি গাজিরটেক গ্রামের নাদিম আহমদ নাঈম (১৯)।

 

আদালতের বিচারক আসামিদের মৃত্যুদন্ডের পাশাপাশি অপরাধের সাক্ষ্য অদৃশ্য করার অপরাধে পেনাল কোডের ২০১ ধারায় খুশনাহার ও মাহমুদুল হাসানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদেণ্ডের আদেশ দিয়েছেন।

 

 

আদালত সূত্র জানায় ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর হোটেল থেকে তার স্ত্রী খুশনাহার পালিয়ে যান।

 

জানা গেছে, আল ইমরানের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামের এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। ওই মামলায় খুশনাহার, তার পরকিয়া প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগী নাদিমকে গ্রেফতার করে পুলিশ।

 

 

এ বিষয় আদালতের পিপি এডভোকেট জালাল উদ্দীন, ‘রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com