Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে মেঘ-বৃষ্টি ছাড়াই বজ্রপাতে ফুটবল খেলোয়াড় নিহত

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের জৈন্তাপুর মেঘ বৃষ্টি ছাড়াই আকম্মিক বজ্রপাতে সবুজ আহমদ (২২) নামে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছে।

বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নিজপাট গুয়াবাড়ি ফুটবল মাঠে মেঘ বৃষ্টি ছাড়াই আকম্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত সবুজ আহমেদ জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের সগির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহন করতে ৪ নং বাংলাবাজার টিমের সাথে মাঠে নেমেছিলো নিহত সবুজ। খেলোয়াড় ও অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে মেঘ বিহীন আকাশে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তাৎক্ষণিক ভাবে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ। বজ্রপাতের কারণে তার শরীরের নাভীর নিচের অংশে খেলার জার্সি পুড়ে যায়। বাকি সব খেলোয়াড় ও কলাকুশলীরা অক্ষত থাকেন। সহপাটিরা দ্রুত সবুজকে গুয়াবাড়ী মাঠ থেকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিকেল ৫ টার দিকে নিহতের মরদেহ কেন্দ্রীস্থ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।

খবর পেয়ে বজ্রপাতে নিহত সবুজের বাড়িতে ছুটে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। নিহত সবুজের বাবা সহ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী প্রমুখ।

Exit mobile version