Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটে ভূমিকম্প অনুভূত

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপী ভূ-মধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। এর মাত্রা ছিল ৪।

সিলেটে ভূমিকম্পের বিষয়টি করেছেন সিলেট আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

এদিকে, ভূমিকম্পের সময় মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। বহুতল ভবন থেকে অনেকে রাস্তায় নেমে আসেন। তবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Exit mobile version