জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মাত্র একজনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে করোনায় একজনের মৃত্যুর স্বস্তিকর সংবাদ এলো। একই সময়ে করোনা শনাক্তের হার ১১.১২ ভাগ।
গত ২৪ ঘন্টায় এ বিভাগে কেবল একজন রোাগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে এ বিভাগে ১০৯১ জনের মৃত্যু হলো।
সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়,
২৪ ঘন্টায় ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে একদিনে সুস্থ ১০৯ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৪৭৬৯ জন। এছাড়া, একদিনে র ্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন ভর্তি ১৬ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি ২২৪ জন। ওসমানী হাসপাতালে ভর্তি ১৭৭ জনের সন্দেহভাজন ১৩৯ জন, পজিটিভ ২৭ জন ও আইসিইউতে ভর্তি ১১ জন।