Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাগরে গভীর নিম্নচাপ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরো শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল রবিবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

 

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দরের সবচেয়ে কাছে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’

নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ ‘বালি’। 

আবহাওয়াবিদরা বলেন, আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ছিল। তবে অনেক সময় সাগরে ‘গভীর নিম্নচাপ’-এর অবস্থা দীর্ঘায়িত হয়।

এ ক্ষেত্রেও তেমনই হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আজ দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এখন পর্যন্ত মনে হচ্ছে, রেমাল খেপুপাড়া-সুন্দরবন ও পশ্চিমবঙ্গমুখী হবে। 

আবহাওয়াবিদরা আরো বলেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর গতি বেড়ে যায়।

সুত্র কালের কণ্ঠ

Exit mobile version