জগন্নাথপুর২৪ ডেস্ক::
সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক বন্যায় সাত এশীয় প্রবাসীর মৃত্যু ঘটেছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, নিখোঁজ একজন এশিয়ান প্রবাসীকে মৃত অবস্থায় পাওয়ার পর থেকে তারা নিহতের সংখ্যা হালনাগাদ শুরু করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাস আল খাইমাহ, শারজাহ এবং ফুজাইরাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতের ফিল্ড ইউনিটগুলি এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আমিরাতের এই বন্যা গত তিন দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। তিন দশকের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে মধ্যপ্রচ্যের দেশটি।