Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা

জগন্নাথপুর২৪ ডেস্ক.:

দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আনসার সদস্যরা। রাতেও অবস্থান না ছাড়ায় সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহবান জানান। এ আহবানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাত নয়টার পর সচিবালয়ের দিকে যান। এসময় প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে শিক্ষার্থীদের সমন্বিত ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান। এখন সচিবালয় ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
সুত্র মানব জমিন

Exit mobile version