1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে ৩টি পরিবার, ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ইউনিয়নের আসামমুড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন- রহিদ আলী, রহিদ আলীর ছেলে হাফিজুর রহমান ও মৃত ইব্রাহিম আলীর ফয়জুর রহমান।

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান। তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর নিমিষেই সবকিছু শেষ হয়ে গেছে। কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিল-দস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু পুড়েছে। এতে ৩ পরিবারের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, আমি এবং ফয়জুর রহমান দিনমজুর। আমার বাবার আলাদা সংসার। ৩ পরিবারের ১৭ জন সদস্যের বসবাস তিন সংসারে। তারা সবাই এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইলো না। আমাদের সব কিছু শেষ। আমরা সবাই নিঃস্ব হয়ে গেলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল অনেক দূর। দিরাই থেকে কাছে। তাই আমরা দিরাই ফায়ার স্টেশনকে বিষয়টি অবগত করেছি। তবে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। পরে স্থানীয়রা আগুন নিভিয়েছেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, আমরা খবর পেয়েছি। প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার, নগদ অর্থ দেওয়া হবে। আগামীকাল (আজ) কিছু টিন দেবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com