Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে জগন্নাথপুরের ফয়জুল আহমেদের ডিগ্রি অর্জন

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতিসন্তান মোঃ ফয়জুল আহমেদ যুক্তরাজ্যে কৃতিত্বের সহিত মাস্টার্স অব আর্টস ইন ইন্টারন্যাশনাল বিজনেস মেনেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন। ইউনিভার্সিটি অব গ্রীন-উইছ লন্ডন থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। গত ২৪ অক্টোবর ইউনিভার্সিটির রয়েল চ্যাপেল হলে এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিভার্সিটি চ্যান্সেলর তার হাতে সার্টিফিকেট তুলে দেন।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিতুলীয়া গ্রামের মরহুম মোঃ আছমত উল্ল্যার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহাবুল আহমদ এর কনিষ্ঠ ভাই।
তার এই সফলতায় পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বন্ধু – বান্ধব এর সহযোগিতা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন।
আগামীতে তিনি এমফিল ও পিএইচডি কোর্স সম্পন্ন করার ইচ্ছা আছে জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করছেন।

Exit mobile version