Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে জাল টাকাসহ আটক ১

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারে থেকে সড়ে ৮ লক্ষ টাকা মূল্যমানের জাল নোটসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে এসব টাকা জব্দ করা হয়, এসময়  কারিন্দ্র সরকার (৪৫) নামে একজনকে আটক করা হয়।

আটককৃত কারিন্দ্র সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বড় উজিরপুর এলাকার মৃত ভানেস্বর সরকারের ছেলে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক, জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Exit mobile version