Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুজিববর্ষে জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনা

স্বাধীন বাংলাদেশের স্থাপতি শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিবর্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্তকে করা হবে।

আজ সোমবার মুজিবর্ষ উপযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতিসভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এমন ঘোষনা দেন। সভায় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শততম জন্মদিবস এবার মুজিবর্ষ পালন করা হবে। তাই ওইদিন জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করে মহান এই নেতার জন্মদিনে মুজিববর্ষ আমরা উদযাপন করতে চাই। সেলক্ষ্যে জগন্নাথপুর পৌরসভার ও জগন্নাথপুরের প্রতিটি ইউনিয়নের জরিপ কাজ শুরু করে ভিক্ষুকদের তালিকা প্রনয়নের মাধ্যমে তাদের পুর্নবার্সনের ব্যবস্থা গ্রহনের স্থানীয় প্রশাসনে কাজ করবে।

উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রবাসি আকমল খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনহার মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের যুসগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, ইত্তেফাক’র জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাই, জাপা নেতা আব্দুল মনাফ, শিক্ষিকা সালেহা পারভীন প্রমুখ।

এরপূর্বে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version