Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মার্কিন ড্রোন ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এবার মার্কিন ড্রোন ধ্বংস করল ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, হুতিরা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে তারা এয়ারক্রাফটটি সামরিক ছিল কি না বা কোথায় উড্ডয়নকালে এটি ভূপাতিত করা হয় তার বিষয়ে কোনো তথ্য দেয়নি।

কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, মানুষবিহীন এমকিউ-৯ সিরিজের বিমানটি ইয়েমেনের উপকূলে ভূপাতিত করা হয়েছে।

ভূপাতিত করা এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। তবে এটি আকাশে যে কোনো লক্ষ্যবস্তুর ওপর হামলাও করতে সক্ষম।

ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুতিরা জানিয়েছে, তারা উকূলীয় এলাকার আকাশসীমায় একটি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র্রের সিনিয়র কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী এর আগেও এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ২০১৯ সালে সবশেষ তারা এ সিরিজের ড্রোন ভূপাতিত করেছিল। এ ধরনের একটি ড্রোনের মূল্য ৩০ মিলিয়ন ডলারের কাছাকাছি।

 

Exit mobile version