Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মহাসড়কে পথে পথে তল্লাশি, কারণ ছাড়া ঢাকায় ‘না’

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ। এছাড়া সড়কের বিভিন্ন পয়েটে টহল দিচ্ছে পুলিশের একাধিক টিম।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এদিকে তল্লাশি চৌকিগুলোতে দেখা গেছে, ঢাকামুখী যানবাহন, বাসে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। প্রতিটি যাত্রীকে কোথায় যাবেন, কেন যাবেন এবং ঢাকা প্রবেশের সঙ্গত কারণ জিজ্ঞাসা করছেন তারা। সন্তোষজনক উত্তর পেলেই তাদের ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

মহাসড়কগুলোতে সকাল থেকে দেখা গেছে একেবারে ফাঁকা অবস্থা। নেই যানবাহনের কোনো চাপ, এমনকি স্বাভাবিক সময়ে যে পরিমাণ বাস ও যানবাহন থাকে তার চার ভাগের এক ভাগও আজ নেই বলে জানান চালকরা।

এদিকে একাধিক যাত্রী অভিযোগ করেছেন, সঙ্গত কারণ জানাতে না পারায় তাদের ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেকের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, মহাসড়কে সবকিছু স্বাভাবিক আছে। বাড়তি নিরাপত্তার জন্যই এসব তল্লাশি চৌকি বসানো হয়েছে।

Exit mobile version