জগন্নাথপুর উপজেলার ঘোষগগাওঁ গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও প্রবীন মুরব্বী আলহাজ আব্দুর রউফ গত ১২ই নভেম্বর যুক্তরাজ্যের বেডফোর্ড শহরে বসবাসরত অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন ( ইন্নালিল্লাহি——রাজিউন ) মৃত্যূকালে তাহার বয়স হয়েছিল ৮৩ বৎসর । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাচঁ মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। বেডফোড বাংলাদেশ ইসলামিক মিশন এণ্ড জামে মসজিদের অন্যতম প্রতিষঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান, ঘোষগাওঁ নতুন জামে মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোগতা বিশিষ্ট এ সমাজসেবীর মৃত্যুতে তাহার নিজ গ্রাম ঘোষগাওঁ ও বেডফোর্ড শহরে শোকের ছায়া নেমে আসে। তিনির প্রথম নামাজের জানাজা গত ১৬ই নভেম্বর বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে ও ২য় নামাজের জানাজা গত ২০শে নভেম্বর বাংলাদেশে ঘোষগাওঁ জামে মসজিদে অনুষঠিত হয়েছে । পরে তাহাকে ঘোষগাওঁ জামে মসজিদ প্রাঙ্গনে তাহাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । উল্লেখ্য মরহুম আলহাজ আব্দুর রউফ বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন এন্ড জামে মসজিদের ভাইস চেয়াম্যান আলহাজ ফখরুল ইসলামের পিতা ও চ্যানেল আই ইউরোপের বিশেষ প্রতিনিধি সায়েকুল হক সায়েক এর শ্বশুর ও চাচা। মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ হইতে সকলের কাছে দোয়া প্রাথী ।
প্রেস বিজ্ঞপ্তি