Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা শুরুতে দেরি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা কিছুটা আগে শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছে। মাঠ পরিচর্যার কাজ করছেন মাঠ কর্মীরা। মাঠের কিছু অংশের কাভার তুলে ফেরা হয়েছে। বেলা ১১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। মাঠ শুকনো থাকলে তারা খেলা শুরুর সময় জানাবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে ঢাকা টেস্ট শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে। জবাব দিতে নামা কিউইরা প্রথম দিন ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে।

তৃতীয় দিন ইনিংস শুরু করবেন ১২ রান করা ড্যারেল মিশেল। তার সঙ্গী গ্লেন ফিলিপস। এর আগে দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম (৪) রান করে আউট হন। পরে হেনরি নিকোলস ১ রান, কেন উইলিয়ামসন ১৩ ও টম ব্লান্ডেল শূন্য করে ফিরেছেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২ উইকেট।

Exit mobile version