Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বম্ভরপুরে ২টি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন অ্যাড. মিসবাহ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের উর্দ্বমুখী সম্প্রসারণ (২য় ও ৩য় তলা) ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। শিক্ষা প্রকেশলী অধিদপ্তর ১ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে।
শুক্রবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পারভেজ আহমদ, উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জুত আলী খান, ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলেমান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠণিক সম্পাদক আব্দুল কাদির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হকে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমদ মানিক, সহকারী শিক্ষক গোলাপ মাস্টার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস, জাতীয় পার্টি নেতা হাবিলদার মোর্শেদ মিয়া, ডাঃ চান মিয়া বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জসিম উদ্দিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জাপা নেতা হিফজুর মিয়া, হোসেন আহমদ আওয়ামীলীগ নেতা মতি মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, কাজী ইলিয়াস ফয়েজ, সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।
এর আগে তিনি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।

Exit mobile version