জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; পাকিস্তানের বিখ্যাত কাওয়ালী গায়ক আমজাদ সাবরি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে করাচির লিয়াকতাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পাকিস্তানের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুশতাক মেহের স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, একটি মোটরসাইকেলে চড়ে দুইজন বন্দুকধারী কাওয়ালী গায়ক আমজাদ সাবরিকে (৪৫) খুব কাছে থেকে গুলি করে হত্যা করে।
পুলিশ জানায়, আমজাদ সাবরি ও তার এক সহযোগী লিয়াকতাবাদ এলাকায় একটি গাড়িতে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে স্থানীয় আব্বাসী শাহীদ হাসপাতালে নেওয়া হলে আমজাদ সাবরি মারা যান।