Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বড় হারই সঙ্গী হলো সাকিবদের

স্পোর্টস ডেস্ক::
প্রথম ইনিংসে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতেই আসে ভারতের বিপক্ষে রেকর্ড রান। কিন্তু সে সাফল্য তেমন একটা কাজে আসেনি। কারণ সামনে ছিল ৫১৩ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য। যেখানে টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই, সেখানে বাংলাদেশ ভারতের মতো দলের বিপক্ষে এত বড় লক্ষ্য তাড়া করে ফেলবে, এমন ভাবা বাড়াবাড়িই ছিল।
প্রথম ইনিংসটাই যে পিছিয়ে দিয়েছিল টাইগারদের। তবে দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেছে সাকিব আল হাসানের দল। ১৫০-এর পর এবার অলআউট হয়েছে ৩২৪ রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

Exit mobile version