Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফুটবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন করলেন সাবেক পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২০ তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই হারুনুর রশিদ (হিরন মিয়া) ষ্টেডিয়ামে এ ফুটবল লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

উপজেলা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আদিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিনুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার চর্চ্চায় মনোনিবেশ করতে হবে। খেলাধুরার চর্চার মাধ্যম তরুনরা মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ভুমিকা রাখবে।
সাবেক মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিশেষ অবদান রাখছে।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, বাজার বনিক সমিতির সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সুহেল আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিন, উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, সাবুল মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকমল হোসেন ভূঁইয়া, উপদেষ্টা , উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া প্রমুখ।

উদ্বোধনী খেলায় শেরপুর শাপলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে এস ডি এ ফুটবল একাডেমি তিলক শাহারপাড়া জয়ী হয়।

Exit mobile version