Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রথম বাংলাদেশি নারী রাজনীতিবিদ মেরিনা আহমেদ লন্ডন অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন) যুক্তরাজ্য :

লন্ডন অ্যাসেম্বলিতে সদস্য হিসেবে প্রথম বাংলাদেশি নারী রাজনীতিবিদ মেরিনা মাসুমা আহমেদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে সাউথওয়াক ও ল্যামবেথ এলাকার এই ফলাফল ঘোষণা করা হয়‌।

বাংলাদেশে জন্ম নেওয়া রাজনী‌তি‌বিদ মে‌রিনা মাসুমা যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে লন্ডন অ্যাসেম্বলি মেম্বর নির্বাচিত হ‌য়ে‌ছেন।

যুক্তরাজ্য ও বাংলাদেশী কমিউনিটির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মেরিনা আহমেদ।

তিনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্যও কাজ করেছেন। দেশের পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও ক্ষমতায়নের পেছনে অবদান রাখার চেষ্টা করেছেন। সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে একটি উন্নয়ন-সহযোগী সংস্থায় কাজ ক‌রে‌ছেন।

ইংল্যান্ডে গত ৩০ বছরের বে‌শি সময় ধ‌রে লেবার পা‌র্টির সক্রিয় সদস্য হি‌সে‌বে রাজনী‌তি করে‌ছেন।

উল্লেখ্য মেরিনা আহমেদের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে। দুই মেয়ে সন্তা‌নের মা মে‌রিনা লন্ড‌নের ব্রমলি কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলার।

তার স্বামী পাবনার সন্তান ডা. ইমরুল কায়েস স্থানীয় জি‌পি (জেনারেল প্র্যাক‌টিশনার)। তার বড় মেয়ে রেবেকা বিশ্ব‌বিদ্যালয়ে আর ছোট মেয়ে এ‌লিজা হাইস্কু‌লে অধ্যয়নরত।

মেরিনা আহমেদ ‌ যখন ছয় মাসের শিশু, তখন মা-বাবার সঙ্গে ব্রি‌টে‌নে আসেন। বাবা মারা গে‌ছেন, মা মমতাজ বেগম বসবাস করেন ঢাকায়।

মেরিনার চার ভাই ব্রিটেনে উচ্চ‌শিক্ষা শেষে সেখানেই কর্ম‌রত আছেন।

Exit mobile version