স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পরিবেশ ও সামাজিক সাংস্কৃতিক মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর কে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়েছে। সারাদেশের ২৫০ সংগঠনের মধ্যে পরিবেশ বিষয়ক কাজে দেশ সেরা হয়েছে ফেয়ার ফেইস জগন্নাথপুর। দ্বিতীয় হয়েছে সাতক্ষীরার জনকল্যাণ সংস্থা এবং তৃতীয় পুরষ্কার লাভ করেছে রাজশাহী সদরের স্বপ্ন-চূড়া স্বেচ্ছাসেবী সংগঠন।আমব্রেলার ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যাগে এ পুরুস্কার প্রদান করা হয়। শুক্রবার সিলেটের একটি বেসরকারি সংস্থার হল রুমে ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড-২০২৩’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফেয়ার ফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান মিনাজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান,পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো দেশব্যাপী গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করে।এতে ২৫০ টি সংগঠন অংশ নেয় তাদের মধ্যে আমরা দেশসেরা হই।
ফেয়ার ফেইসের প্রতিষ্ঠানকালীন সভাপতি এম শামীম আহমেদ বলেন, জগন্নাথপুর উপজেলার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে উপজেলার সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখতে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সক্রিয় ভূমিকা রেখে সামাজিক সাংস্কৃতিক মানবিক ও পরিবেশ সুরক্ষার আমরা কাজ করছি। এ বছর ১০ হাজার গাছের চারা রোপণ সহ পরিবেশ রক্ষায় সচেতনতামুলক কর্মসূচি বাস্তবায়ন করে দেশসেবা পরিবেশপ্রেমি অ্যাওয়ার্ড পাই। এ পুরুস্কার সংগঠনের কার্যক্রম কে গতিশীল করতে আরও ভূমিকা রাখবে।পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা আরো বাড়বে।