Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন এম এ মান্নান

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  নির্বাচিত করা হয়েছে।

গতকাল সোমবার দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এ কমিটিতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাবেক এ মন্ত্রী শেষ ৫ বছর সফল পরিকল্পনামন্ত্রী এবং এরআগে ৫ বছর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনসহ টানা ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে সুনামগঞ্জ জেলার আমূল পরিবর্তন নিয়ে আসেন।

এদিকে, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।

Exit mobile version