রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের সামারগাঁও গ্রামের সামিয়(৫) নামে এক শিশু সিএনজি (অটোরিক্সা) চাপায় গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইনাতগঞ্জ-দীঘলবাক সড়কে জামারগাঁও গ্রামের পাশে সামিয়া দাঁড়িয়ে ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি সিএনজি(অটোরিক্সা) নিয়ন্ত্রণ হারিয়ে সামিয়াকে চাপা দেয়। এতে সে আহত হয়। তার হাত-পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। আহত সামিয়াকে ইনাতগঞ্জে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে