Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ধর্মপাশাকৃষকের ওপর হামলা : অবশেষে মামলা নিলেন ওসি

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রতিপক্ষের মারধর ও কিল-ঘুষিতে কালা মিয়া নামের এক কৃষকের চোখ নষ্ট হওয়ায় ঘটনায় অবশেষে মামলা নিলেন ওসি। কালা মিয়ার ছেলে আইয়ূব আলী গত রবিবার সাংবাদিকদের কাছে ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছিলেন।
উপজলোর সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের কালা মিয়ার সাথে একই গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়া ও তার ছেলে মোখশেদ মিয়ার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে স্থানীয় টুকের বাজারে ওয়াহেদ মিয়ার নেতৃত্বে মোখশেদ মিয়া কালা মিয়াকে মারধর করেন। এতে কালা মিয়ার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে কালা মিয়া চিকিৎসাজনিত কারণে ময়মনসিংহে অবস্থান করেন। সেখান থেকে ১৭ দিন পর বাড়ি ফিরলে তাঁর ছেলে আব্দুল ওয়াহেদ মিয়া ও মোখশেদ মিয়াসহ ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেন। কিন্তু ওসি মামলা না নিয়ে আইয়ূব আলীকে তা আপোষ করার জন্য চাপ প্রয়োগ করেন। এদিকে আইয়ূব আলী গত রবিবার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের লিখিতভাবে জানালে ওইদিন রাতেই মামলা নেন ওসি।
আইয়ূব আলী বলেন, ‘ওসি সাহেব মামলা নিতে পারবেন না বলে জানিয়েছিলেন। তাই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলাম।’
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে রবিবার রাতেই মামলা এজাহারভূক্ত হয়েছে।’

Exit mobile version