1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দোয়ারে কড়া নাড়ছে ঈদ, শেষবেলায় কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

দোয়ারে কড়া নাড়ছে ঈদ, শেষবেলায় কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ঈদের কেনাকাটা জমে উঠেছে। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে হাটবাজারের বিপনি বিতানগুলোতে গভীররাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বাড়ছে।
ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে জগন্নাথপুর বাজারের কাপড়,জুতা,কসমেটিক্স ব্যবসায়ীরা নিত্য নতুন ডিজাইনের মালামাল এনে মজুত করেছেন। এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি চলছে। নারী,পুরুষ শিশু কিশোরদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান,শহরের গুদামের সামনের সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ চলায় ও বিকল্প ডাক বাংলা সেতু ঝুঁকিপূণ হওয়ায় এবার ঈদের কেনাকাটায় আসা লোকজন যানবাহন নিয়ে চলাচল করতে বিড়ম্বনায় পড়েছেন। শহরের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী উজ্জ্বল গার্মেন্টসের মালিক রাজন দাশ জানান, শেষ সময়ে এসে ঈদের কেনাকাটা জমে উঠেছে। প্রচুর লোকজন আসছেন। পছন্দের পোশাক কিনতে।
সালমান ফ্যাশনের মালিক ফয়জুর রহমান জানান,
বৈশ্বিক পরিস্থিতি ও বৈশাখ মাসে ধান কাটা নিয়ে সবাই ব্যস্ত থাকায় ঈদের বিক্রি কাঙ্ক্ষিত হয়নি। তবে শেষ দিকে এসে জমে উঠেছে।
স্পোর্টস অ্যান্ড ফ্যাশনের কর্নধার সঞ্জয় দাস জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের কথা ভেবে প্রচুর মালামাল আনা হয়েছে। শেষ সময়ে এসে বিক্রি বেড়েছে।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, ঈদের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই ঈদের কেনাকাটা জমে উঠেছে। কাপড়,জুতার দোকান, কসমেটিক্সের দোকানে প্রচুর ভিড় দেখা গেছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন,ক্রেতা বিক্রেতারা যাতে ঈদের কেনাকাটা নিবিঘ্নে করতে পারেন সেজন্য আমাদের সার্বক্ষণিক নজরদারি ছিল । হাট বাজারগুলো সিসি ক্যামেরার আওতায় থাকায় অপরাধপ্রবনতা নেই বলেই চলে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com