জগন্নাথপুর২৪ ডেস্ক::
দোয়ারাবাজার দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে ছাতক-দোয়ারাবাজার সড়কে।
আহতরা হলেন- জেলার পান্ডারগাঁও ইউনিয়ন শ্রীপুর গ্রামের আব্দুল্লাহর পুত্র আরছব আলী (১৯), আরছব আলীর স্ত্রী শিমা বেগম (১৮), আব্দুল্লাহর মেয়ে তাহমিনা (১৪), সিলেট জেলার আউশা গ্রামের জামাল উদ্দিনের পুত্র আলাউদ্দিন (৭), একই গ্রামের সিরাজুল ইসলাম পুত্র জামাল উদ্দিন (৩৪), সিরাজুল ইসলামের মেয়ে সুজিনা আক্তার (২২), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মৃত. আব্দুল হামিদের পুত্র আশরফ আলী (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতকের মৃত্তগাঁও (মুক্তিরগাঁও) গ্রামের মৃত. আব্দুল মতিনের পুত্র হেলাল মিয়ার সিএনজি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুরের ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র সোহেল মিয়ার সিএনজি দোয়ারাবাজার যাচ্ছিল। পথে নৈনগাঁও গ্রামে সড়কে দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হেলাল মিয়ার সিএনজি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ৭ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে রেফার করেন।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা শরিফুল ইসলাম জানান, আহত সবার অবস্থা গুরুতর। একজনের পা তিন জায়গায় ভেঙেছে, আরেক জনের হাত ভাঙা। সবার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছি।