Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

দুর্গাপূজা নিয়ে শঙ্কার কিছু নেই: আইজিপি

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দুর্গাপূজা নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘সারা দেশে প্রায় ৩১ হাজার পূজামণ্ডপে এবারের শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হবে। এসব পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এবারের পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই।’

আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘যদি কেউ শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়াররা রয়েছে। তারা ২৪ ঘণ্টা কাজ করছে।’

তিনি বলেন, ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমাদের চালু আছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারও (এনটিএমসি) কাজ করছে। তবে যেসব পূজামণ্ডপে আমাদের কাছে ঝুঁকি মনে হয়েছে, সেসব পর্যায় মণ্ডপে সিসি ক্যামেরা রাখা হয়েছে। কিন্তু সব জায়গায় এটি করা সম্ভব হয়নি। এটা নিয়ে শঙ্কার কিছু নেই।

সুত্র সমকাল

 

 

Exit mobile version