1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন প্রত্যাহারের ঘোষণা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন প্রত্যাহারের ঘোষণা

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নানা নাটকীয়তার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন প্রত্যাহারের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এতে দেশটির রাজধানী সিউলে পার্লামেন্ট প্রাঙ্গণে উল্লাসে ফেটে পড়েন জনতা। গতকাল গভীর রাতে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সামরিক শাসন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। এর কয়েক ঘণ্টা পরেই আবার তা প্রত্যাহারের ঘোষণা দিয়ে এক নাটকীয় দৃশ্যের অবতারণা করলেন তিনি। উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে রক্ষা করতেই সামরিক শাসন জারির কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন। তিনি রাষ্ট্রবিরোধী চক্রান্ত নির্মূলের প্রয়োজনীয়তার কথা জানান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে সামরিক শাসন প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বলেছেন, মাত্র কয়েক মুহূর্ত আগে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার দাবি জানানো হয়েছে। যার ভিত্তিতে আমরা সামরিক শাসন পরিচালনার জন্য মোতায়েন করা সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিয়েছি। সামরিক শাসন জারি জনতার মধ্যে বিক্ষোভের জন্ম দেয়। ওই ঘোষণার পর পরই সিউলের রাস্তায় বেরিয়ে আসেন তারা। পরে বিক্ষোভকারীরা রাজধানীতে অবস্থিত দেশটির পার্লামেন্টে প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পার্লামেন্ট প্রাচীরে সামরিক আইন বিরোধী গ্রাফিতি আঁকেন আইনপ্রণেতাদের কেউ কেউ। তারা সামরিক আইন জারির বিরোধিতা করেন। বস্তুত এভাবে হঠাৎ করে সামরিক শাসন জারি করায় দেশটির মিত্র দেশগুলোও হতবাক হয়েছে। এর আগে টেলিভিশনে দেয়া ভাষণে ইউন বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তি থেকে দেশকে সুরক্ষিত রাখতে এবং রাষ্ট্রবিরোধীদের নির্মূলের জন্য প্রয়োজনীয় এই ব্যবস্থা নেয়া হয়েছে। জরুরি অবস্থার অধীনে সেনাবাহিনীর আইন বহাল থাকবে। এ সময়ে নাগরিকদের স্বাভাবিক অধিকার থাকবে স্থগিত।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com