জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসি।